1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ছুটির দুপুরে খান বিফ খিচুরি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | খিচুরির নাম শুনলেই সবার জিভে পানি চলে আসে! আর খিচুরির সঙ্গে যদি গরুর মাংসের ভুনা থাকে তাহলে তো কথায় নেই। ছুটির দুপুরে আজ না হয় পাতে রাখুন বিফ খিচুরি। রইলো রেসিপি-

উপকরণ :
১. গরুর মাংস দেড় কেজি
২. মুগ ডাল আধা কাপ
৩. মসুর ডাল আধা কাপ
৪. চাল ১ কেজি
৫. হলুদ গুঁড়া ১ চা চামচ
৬. সরিষার তেল ১ কাপ
৭. ধনে গুঁড়া আধা চা চামচ
৮. জিরা গুঁড়া আধা চা চামচ
৯. লবণ স্বাদমতো
১০. গরম মসলা ১ চা চামচ
১১. শুকনো মরিচ ১ চা চামচ
১২. কাঁচা মরিচ ইচ্ছামতো ও
১৩. পেঁয়াজ কুচি ১ কাপ।

পদ্ধতি

মাংস ছোট করে কেটে সব মসলা দিয়ে কষিয়ে রান্না করে নিন। মাংস অবশ্যই ভালো করে ভুনা করতে হবে। অন্যদিকে এরপর মুগ ডাল ভেজে ধুয়ে নিতে হবে।

তারপর চাল ও ডাল সব মসলা ভেজে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন খিচুরি। চাল ফুটে ওঠার আগেই এর মধ্যে দিয়ে দিন রান্না করা মাংস।

ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। এবার ঢেকে হালকা আঁচে রান্না করুন বিফ খিচুরি। চাল ফুটে উঠলে নামিয়ে নিন চুলা থেকে। এরপর গরম গরম পরিবেশন করুন বিফ খিচুরি। এর সঙ্গে আচার ও সালাদ পরিবেশ করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর