1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বিশ্ব সমাদৃত সিইও অ্যাওয়ার্ড পেলেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | “দ্যা বিজনেস এক্সিকিউটিভ”, ঘানা কর্তৃক আয়োজিত বিশ্ব সমাদৃত সিইও সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হয়।

  • অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানী বায়োফার্মা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. লকিয়ত উল্লাহ বিশ্ব সমাদৃত সিইও হিসাবে মনোনীত হন এবং তুর্কমেনিস্তানের মাননীয় রাষ্ট্রদূত সরদারমামেট গারজায়েভ এর হাত থেকে মর্যাদাপূর্ণ সিইও অ্যাওয়ার্ড গ্রহন করেন।

বিশ্ব বাণিজ্য এবং নেতৃত্বে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এস্তোনিয়া, নেদারল্যন্ড, গাম্বিয়া, মোজাম্বিক, দক্ষিন আফ্রিকা, সোমালিয়া, জিম্বাবুয়ে, ঘানা এবং কলম্বিয়া সহ বিভিন্ন দেশের বিখ্যাত কোম্পানির সম্মানিত সিইও গণ আমন্ত্রিত হয়ে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন এবং অনুষ্ঠানে তাদেরকে সার্টিফিকেট এবং সম্মাননা পুরস্কার প্রদান করা হয়| বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত কোম্পানির সিইওগণের মধ্যে আন্তসংযোগ সাধন এবং একটা কমন যোগাযোগ প্লাটফর্ম তৈরি করে খনিজ সম্পদ, রিয়েল এস্টেট, হসপিটাল, ঔষধ, প্রযুক্তি, শিক্ষা ও লজিষ্টিক সাপোর্টসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ ও সহজীকরণই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য । এতে আধুনিক বিশ্ব বাণিজ্যের রূপরেখা, আন্ত:দেশীয় বাণিজ্য সম্প্রাসারণে প্রতিবন্ধকতা, মেধাসত্ত্ব আইন, নিত্য নতুন আবিস্কার ইত্যাদি নিয়ে বিষদ আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। “দ্যা বিজনেজ এক্সিকিউটিভ” মূলত ঘানার রাজধানী আক্রায় অবস্থতি একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন যারা বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা/অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা/ব্যবসায়িক উদ্যোক্তাদের নিয়ে তাদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে সম্মাননা সম্মেলন করে থাকে ।

এতে মনোনীত সিইওগণের পাশাপাশি বরেণ্য রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাহিত্যিক, ক্রীড়া ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, চলচিত্র ব্যক্তিত্ব, রাষ্ট্রদূত, নোবেল বিজয়ী এবং অবসরপ্রাপ্ত রাষ্ট্র প্রধানগণ অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

উক্ত-অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আসেকমহি আদেলফাস ওবোমহেরি, নির্বাহী পরিচালক,দ্যা বিজনেজ এক্সিকিউটিভ, ঘানা। অতিথি বক্তব্য নে: জনাব কেকু তেমেং, মাস্টার অব কনফারেন্স, ডঃ নাভিত কাপুর, এম্বাসেডর, আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কসংস্থা,প্রশান্ত-আফ্রিকান অঞ্চল এবং পর্যবেক্ষক, জাতিসংঘ ও ডঃ ডানিকা সাবোভিক, মাননীয় রাষ্ট্রদূত, সার্ভিয়া, জনাব নরবারতো এস্কোলনা, মাননীয় রাষ্ট্রদূত, কিউবা, প্রফেসর জনাব শেরিন ফারুক, অ্যাসোসিয়েট প্রভোষ্ট, ইন্টারন্যাশনাল আবুধাবি বিশ্ববিদ্যালয়। কি-নোট স্পিকার ছিলেন জনাব অস্টিনা জেমি, মাননীয় শ্রমমন্ত্রী (সাবেক) ঘানা, সিইও, জেমি এবং জেমি গ্রুপ, ঘানা। পুরস্কার বিতরন করেন: জনাব এভনডালী পল, মাননীয় রাষ্ট্রদূত, ডামিনিকা, ডঃ ডানিকা সাবোভিক, মাননীয় রাষ্ট্রদূত, সার্ভিয়া, জনাব জোকুইন কম্বিও, মাননীয় রাষ্ট্রদূত, মোজাম্বিক, জনাব সরারমামেট গারজায়েভ, মাননীয় রাষ্ট্রদূত, তুর্কমেনিস্তান ।

সমাপনী বক্তব্য রাখেন জনাব সেকু চেরিফক কামারা, মাননীয় রাষ্ট্রদূত, ইকুইটোরিয়াল গিনি।

উল্লেখ্য, বায়োফার্মা লিমিটেড দেশীয় বাজারের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে ২০০৮ সাল থেকে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ২৫ টি দেশে গুনগত মানসম্পন্ন ঔষধ রপ্তানি করে আসছে। বায়োফার্মা তার উৎপাদিত পণ্য বহিঃবিশ্বে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে অসামান্য ভূমিকা পালন করছে।

ঔষধ শিল্পের পথিকৃৎ ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ তার অসামান্য মেধা, কর্মদক্ষতা ও সফল নেতৃত্ব এবং বায়োফার্মা অনুরাগী বিশ্বস্ত ডাক্তারদের সার্বিক সহযোগিতার কারনে বিশ্বের মর্যাদাপূর্ন সিইও অ্যাওয়ার্ড অর্জন সম্ভব হয়েছে যা বাংলাদেশের জন্য বিরল সম্মান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর