1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পাঁচগুণ করা অযৌক্তিক : এলডব্লউসিএফ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি একলাফে পাঁচগুণ (২০ থেকে ১০০ টাকা) বাড়ানোর ঘটনায় লাভ দ্যা ওমেন এন্ড চিলড্রেন ফাউন্ডেশন- এলডব্লউসিএফ উদ্বিগ্ন। এছাড়া ফি বাড়ানো শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করবে। তাই আমরা এই ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অনুচিত ও অযৌক্তিক মনে করছি।’

শুক্রবার (৫ জুলাই) মিরপুর বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পাঁচগুণ বাড়ানোর প্রতিবাদে লাভ দ্যা ওমেন এন্ড চিলড্রেন ফাউন্ডেশন – এলডব্লউসিএফ এর চেয়ারম্যান সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স ও নির্বাহী পরিচালক মাকামাম মাহমুদ প্রীতম যৌথ বিবৃতি দিয়েছেন।

তারা বলেন, এর আগে এই জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রবেশ ফি ছিল ২০ টাকা; এবং শরীরচর্চার জন্য আগে উদ্যানে গেলে কোনো রকম ফি লাগতো না। এখন ফি বাড়িয়ে করা হয়েছে ১০০ টাকা শরীরচর্চার জন্য ফি দেওয়া লাগবে ৫০০ টাকা। আজ থেকে উদ্যানটিতে প্রবেশের জন্য প্রত্যেক দর্শনার্থীকে পাঁচগুণ টাকা গুনতে হবে।

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি বাড়ানো নিয়ে মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে গত ২১ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি দিতে হবে। এর চেয়ে কম বয়সীদের জন্য প্রবেশে ফি দিতে হবে ৫০ টাকা এবং শরীরচর্চার জন্য ফি দেওয়া লাগবে ৫০০ টাকা।

এমনিতেই ঢাকায় সাধারণ মানুষের যাওয়ার জায়গা দিন দিন কমে যাচ্ছে। শিশুরা গাছপালা তথা সবুজ দেখতে পায় না বললেই চলে, তার ওপর এত অধিক হারে ফি বাড়ানো শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করবে তাই আমরা এই ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অনুচিত ও অযৌক্তিক মনে করছি।

আমরা ফি বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত পরিবর্তনসহ ঢাকাসহ সারাদেশের পার্ক-উদ্যান ও খেলার মাঠগুলোকে সাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর