1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সব কলেজে চালু হবে শহীদ আবু সাঈদ-মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ : জাতীয় বিশ্ববিদ্যালয়

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদ এ দুজনের নামে গাজীপুরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে স্থাপন করা হবে স্থায়ী স্মৃতিফলক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ আবু সাঈদ স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং আবু সাঈদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন উপাচার্য।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের রক্তের ওপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে, তাকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য।

অধ্যাপক এ এস এম আমানুল্লাহ্ বলেন, দেশের সব কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভেতরে অবস্থিত বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। এ উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে। যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে জাতীয় বীরদের আত্মত্যাগ স্মরণ করতে পারে।

ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর